উপজেলা পর্যায়ে মৎস্য সংশ্লিষ্ট যে কোন নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের জন্য আগ্রহী মৎস্যচাষি/মৎস্য ব্যবসায়ী/সুফলভোগীকে সংশ্লিষ্ট উপজেলা দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সরাসরি যোগাযোগ ছাড়াও ই-মেইল বা টেলিফোনিক যোগাযোগের মাধ্যমে কোন বিষয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহী, নিজের নাম, ঠিকানা প্রেরণ করে প্রশিক্ষণ গ্রহণ করা যাবে (বরাদ্দ সাপেক্ষে সংশ্লিষ্ট উপজেলা দপ্তর কর্তৃক প্রশিক্ষণের তারিখ ও সময় অবহিত করা হবে)। এছাড়া বিভাগীয় দপ্তরে যোগাযোগ করলেও সংশ্লিষ্ট উপজেলা দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও মাছচাষ সংক্রান্ত যেকোন প্রশিক্ষণের জন্য “সিনিয়ন উপজেলা মৎস্য দপ্তর, সৈয়দপুর, নীলফামারী” বরাবর যোগাযোগ করতে বলা হলো।
প্রয়োজনে-
মোবাইল নং : 01769-459777
অথবা মোবাইল নং : 01731-329006
এবং এই লিংকে ক্লিক করে অনলাইনে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOs2_YdX7e4FEIucgh5DA30kmBb-sJPAyCm3eNMNC8lP3bDg/viewform?usp=header
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস